উদ্বোধনী ম্যাচে মাইদং থ্রিপুরা একাদশ ও ভিক্টোরিয়ার্স ভাই কিংস অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথি জাবেদ রেজা বলেন, 'বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে, প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক গকাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।'
শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আহ্বায়ক জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলামের হারুনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিটল বিশ্বাস, সাহাদাত হোসেন জনি, যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম প্রমুখ।
এই টুর্নামেন্টে জেলার ১২টি দল অংশগ্রহণ করবে। আগামী ২০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।