যমুনা সেতু পশ্চিম মহাসড়কে পদবঞ্চিতদের অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রত্যাহার

সিরাজগঞ্জ
এখন জনপদে
0

সদ্য প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ১৫ মিনিটের জন্য অবরোধ করে পদবঞ্চিত শিক্ষার্থীরা। পরে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে দাবি পূরণ না হলে আগামীকাল ফের ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেয় তারা।

আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টা থেকে ৬টা পর্যন্ত ব্লকেড কর্মসূচি চলাকালে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কমিটিতে বৈষম্য করা হয়েছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুনতাসির হাসান মেহেদী বলেন, '১০ মিনিটের অবরোধেই দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে।

তাই আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি এই কমিটি বাতিল না করা হয় তাহলে ফের এই ব্লকেড কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তিনি।'

সেজু