আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসাকে আদালতে নিয়ে আসা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাদ্দাম হোসেন সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিজ্ঞ আদালত মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসময় অপর একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় শোন অ্যারেস্ট দেখান মোনালিসা ইসলামকে। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আব্দুল মতিন আব্দুস সালাম, ইয়ারুল ইসলাম। সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেসুর রহমান খান স্বপন।
আদালতে ২টি মামলায় ১ঘণ্টার শুনানি শেষে বিচারক একটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালতের কাঠগড়ায় পুরোটা সময় নিরব থাকতে দেখা যায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামকে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। রাতেই ঢাকা থেকে প্রিজন ভ্যানে মেহেরপুর থানায় আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেসুর রহমান খান স্বপন বলেন, ‘সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী হিসেবে মূলত তার মাধ্যমেই নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, অনলাইন ক্যাসিনোসহ প্রশাসনিক লেনদেন কার্যক্রম পরিচালিত হতো। এই আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হওয়ার সমস্ত তথ্য উদঘাটন করা সম্ভব হবে। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছিল, আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে।
প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপন করেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলাম।
গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় মোনালিসার স্বামী ফরহাদ হোসেন কে আটক করেছিল র্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।