অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক পরিষদ

সুনামগঞ্জ
এখন জনপদে
0

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নীলাদ্রি এসি বাস চলতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল (১৯ ফেব্রুয়ারি, বুধবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে গণপরিবহন সংগঠনের নেতৃবৃন্দের ঘণ্টাব্যাপী মানববন্ধনে এই কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক পরিবহনের নেতারা।

পরিবহন সংগঠনের নেতারা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসি বাস ক্রয় করা হয়। শ্রমিকদের ক্রয়কৃত এসি বাসটি সুনামগঞ্জ- সিলেট সড়কে চলাচলে বাধা প্রয়োগ করে বাস মালিক সমিতি।

যার ফলে অনেক চেষ্টা ও দীর্ঘদিন ধরে বাস সমিতির সংশ্লিষ্টদের কাজে ধরনা দিয়ে বাস চলাচলে অনুমতি না পাওয়ায় বুধবার থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলার ছয়টি পরিবহন সংগঠন। আমাদের দাবি না মানা পর্যন্ত এই অর্নিদিষ্টকালের কর্মবিরতি চলবে।

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমিন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

সেজু