টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

আইন ও আদালত
এখন জনপদে
0

টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় দুটি কারখানা ও একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, টঙ্গীর মিরাশপাড়া এলাকায় কয়েকটি কারখানা ও বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোহাম্মদিয়া কালার ট্রেডিং ও মোহাম্মদিয়া ইয়ার্ণ ডাইং নামের দুটি কারখানা একটি বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি কারখানা কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসার মালিক ঠিকাদার মাহবুবুর রহমান বিদ্যুৎকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ বলেন, ‘দুটি কারখানা ও বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার হয়ে আসছিল। অভিযানের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেন সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ