জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবো: আব্দুল আউয়াল মিন্টু

এখন জনপদে
0

জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘১৭ বছর ধরে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে বিএনপি। স্বৈরাচারী সরকারের পতন ঘটানো ছিল আমাদের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় আসবে নির্বাচনে জয়লাভ করে। জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করবো।’

এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। এদিকে, দীর্ঘদিন ধরে বরগুনা জেলা বিএনপির কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়ছে বলে জানান জেলার নেতা কর্মীরা।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এএইচ