অভিযানে ৮০ বস্তা (প্রায় ৪,০০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ওজন মাপার মেশিন ২টি ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার। সেনাবাহিনী সূত্রে জানা যায, জব্দকৃত চিনির মালিক পৌর শহরের দক্ষিনপাড়া এলাকার মঞ্জু মিয়া (৫৩) এবং খরস এলাকার আবুল হোসেন (৩৬)।
অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করে সেনাবাহিনী।
এ সময় গোডাউনের তালা ভেঙে বাংলাদেশি বস্তায় মজুদকৃত ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এছাড়া মোট দুটি চালা ঘর থেকে আরো ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতিতে আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ব্যবসায়ীরা।
দুর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের একটি মার্কেটে অভিযান চালিয়ে ৮০বস্তা ভারতীয় চিনি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযান ঘটনাস্থল থেকে বিভিন্ন সরঞ্জামসহ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।