ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রজনতার মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া
এখন জনপদে
0

দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৯ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রজনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও অংশ নেন।

সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে মশাল নিয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন মিছিলকারীরা।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, রেহেনা বুশরা, তানিশা, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ‘ধর্ষকের শাস্তি নিশ্চিত করা হয় নি বলেই সারাদেশে ধর্ষণ এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মাগুরার ধর্ষিত শিশুর ক্ষত শুকিয়ে যাওয়ার আগেই তার ধর্ষকের ফাঁসি দিতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে এটি চলতেই থাকবে।’

এ সময় ছাত্র প্রতিনিধি মুহাইমিনুল আজবীন ও ইরফান প্রিতম ও তাসিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ