কুমিল্লায় যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে রোভার স্কাউটস

কুমিল্লা
এখন জনপদে
0

ঈদ যাত্রায় ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে যানজটের শঙ্কায় ১২টি পয়েন্টকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। তবে যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে এসব পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য ছাড়াও থাকবে দুই শতাধিক রোভার স্কাউটস সদস্য। ট্রাফিকিংয়ের আইন কানুনে প্রশিক্ষিত এসব সদস্যরা আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন মহাসড়কে। একইসঙ্গে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও পর্যবেক্ষণ করবেন মোবাইল কোর্ট।

ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লার চিহ্নিত ১২টি স্পটে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করবে দুই শতাধিক রোভার স্কাউট সদস্য। ইতোমধ্যে হাইওয়েতে দায়িত্ব পাওয়া স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ।

একজন রোভার স্কাউট সদস্য বলেন, ‘উলটো দিক থেকে যে গাড়িগুলো আসে, বেশিরভাগ সময় এরাই যানজট সৃষ্টি করে, এটা নিয়ন্ত্রণে আমরা কাজ করবো।’

আরেকজন বলেন, ‘যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হয়, আমাদের প্রশিক্ষণ শেষে যখন দায়িত্ব পালন করবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করবো।’

রোভার কুমিল্লার সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন বলেন, ‘কুমিল্লা হাইওয়ের বিভিন্ন স্পটে আমাদের রোভাররা যাত্রীদের সেবার উদ্দেশ্যে, বিশেষ করে যানজট নিরসনে এবং তারা যেন নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে সহযোগিতা করবে।’

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টির তিনটি কারণ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, ফুট ওভারব্রিজ ব্যবহার না করে পথচারীদের রাস্তা পারাপার ও উলটো পথে থ্রি হুইলারের দৌরাত্ম্য।

জেলা প্রশাসক বলছেন, ১২টি হটস্পটের প্রতিটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ টিম। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুইটি কুইক রেসপন্স টিমও নিয়োজিত থাকবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও পর্যবেক্ষণ করবে মোবাইল কোর্ট।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, ‘সড়ক বিভাগের জায়গায় যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো ইতোমধ্যেই আমরা উচ্ছেদ করেছি আপনারা দেখেছেন। আমরা প্রধান চার লেনগুলোকে সচল রাখতে চাই যেন কোনো বিঘ্ন না থাকে।’

সম্প্রতি ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে ঈদের আগে যানজটের আশঙ্কা ছাড়াও ছিনতাই ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে যাত্রী ও চালকরা। নিরাপত্তা নিশ্চিত করা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লা অঞ্চলে প্রায় এক হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, ‘ঢাকা থেকে যে যানবাহনগুলো আসবে, তাদের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, পাশাপাশি চট্টগ্রাম থেকে আসা ঘরমুখী মানুষও যেন নির্বিঘ্নে যেতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এসএইচ