এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ
এখন জনপদে
0

এক ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম আবদুস সালাম।

এর আগে প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বিকেল সাড়ে ৪টা থেকে সকল ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বিকেল ৪টার দিকে নদী এলাকায় দমকা হাওয়াসহ প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এজিএম আবদুস সালাম বলেন, 'আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এ নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।'

এসএইচ