সাংগ্রাই উৎসবে পুরোনো বছরকে বিদায়, নতুন বছরকে স্বাগত

সাংগ্রাই উৎসবে পুরোনো বছরকে বিদায়, নতুন বছরকে স্বাগত
এখন জনপদে
0

পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে সাংগ্রাই উৎসব। আজ (রোববার, ১৩ এপ্রিল) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

সকাল ৭টার দিকে বান্দরবানের রাজারমাঠ থেকে শোভাযাত্রা বের করে সাংগ্রাই উৎসব উদ্‌যাপন কমিটি। এতে মারমা, ম্রো, তঞ্চংগ্যাসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষরা।

বাঘ, পাখিসহ বিভিন্ন মোটিফ বের করা হয় শোভাযাত্রায়। এসময় ঢোল করতালসহ নানা বাদ্য বাজনায় চারপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রাঙামাটিতেও বর্ষবরণ উপলক্ষ্যে উদ্‌যাপন করা হচ্ছে বিজু উৎসব।

পাচনসহ ২১ পদের সবজি মিশিয়ে রান্না হয় সুস্বাদু তরকারি।

এছাড়া বর্ষবরণ উপলক্ষ্যে আগামী ১৬ এপ্রিল জল খেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্রান, বয়স্ক পূজা, হাজার প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব।

সেজু