আজ (বৃহস্পতিবার, ২২ মে) সকাল ১০টা থেকে অস্থায়ী নিলাম কেন্দ্র খান টাওয়ারে শুরু হয় এ আয়োজন। নিলামে ৫টি ব্রোকার্স হাউজ অংশগ্রহণ করে।
ঘণ্টাব্যাপী নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে পারকুল চা বাগানের ব্লাক টি। সর্বোচ্চ ১২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে ন্যাশনাল টি কোম্পানির চাম্পারায় চা বাগানের গ্রিন টি।
নিলামে মোটামুটি ভাল মানের চা উঠলেও কিছু বাগানের চা এখনো খরার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি।