এরপর চৌরঙ্গী এলাকায় সমাবেশ করে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি জানানোর পাশাপাশি লাগাতার কর্মসূচির ঘোষণা দেয় বিদ্রোহী ছাত্রদলের নেতারা।
এদিকে চলতি মাসের ৩ তারিখ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষর করে ছাত্রদলের শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করেন।
৩৫ সদস্যর ওই আহবায়ক কমিটিতে আহবায়ক, সদস্য সচিব, ১৬ জন যুগ্ম আহ্বায়ক ও ১৭ জন সদস্য করা হয়েছে। এরপর থেকেই ছাত্রদলের পদবঞ্চিত বিদ্রোহীরা আন্দোলন শুরু করে। টানা ৮ দিন ধরে ধারাবাহিকভাবে তারা বিক্ষোভ মিছিল, অবরোধ, কাফনের কাপড় পরে বিক্ষোভ প্রদর্শন এবং মশাল মিছিলের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাটা ধাওয়ার মত ঘটনা ঘটে। আহত হন জেলা বিএনপি'র প্রচার সম্পাদকসহ অন্তত ১৫ নেতাকর্মী।