শরীয়তপুর ছাত্রদলের মশাল মিছিল

ছাত্রদলের নেতাকর্মীদের মশাল মিছিল
এখন জনপদে
0

শরীয়তপুরে কমিটি বাতিলের দাবিতে এবার মশাল মিছিল করেছে পদ বঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ (বুধবার, ১১ জুন) রাত ৮টায় শরীয়তপুর পৌরসভা থেকে চৌরঙ্গীর মোড় পর্যন্ত মশাল হাতে বিভিন্ন স্লোগান বিক্ষোভ মিছিল করে তারা।

এরপর চৌরঙ্গী এলাকায় সমাবেশ করে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি জানানোর পাশাপাশি লাগাতার কর্মসূচির ঘোষণা দেয় বিদ্রোহী ছাত্রদলের নেতারা।

এদিকে চলতি মাসের ৩ তারিখ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষর করে ছাত্রদলের শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করেন।

৩৫ সদস্যর ওই আহবায়ক কমিটিতে আহবায়ক, সদস্য সচিব, ১৬ জন যুগ্ম আহ্বায়ক ও ১৭ জন সদস্য করা হয়েছে। এরপর থেকেই ছাত্রদলের পদবঞ্চিত বিদ্রোহীরা আন্দোলন শুরু করে। টানা ৮ দিন ধরে ধারাবাহিকভাবে তারা বিক্ষোভ মিছিল, অবরোধ, কাফনের কাপড় পরে বিক্ষোভ প্রদর্শন এবং মশাল মিছিলের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাটা ধাওয়ার মত ঘটনা ঘটে। আহত হন জেলা বিএনপি'র প্রচার সম্পাদকসহ অন্তত ১৫ নেতাকর্মী।

এএইচ