বান্দরবানে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবান
মিরিঞ্জা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্ট
এখন জনপদে
2

বান্দরবানে লামার মিরিঞ্জা ভ্যালির একটি রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ২৩ জুলাই) দুপুর ১২টার দিকে মিরিঞ্জা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই পর্যটকের নাম আনোয়ার হোসেন। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে।

পুলিশ ও স্থানীয়রা জানায় গত ২১ জুলাই ঢাকা থেকে বেড়াতে এসে মিরিঞ্জা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্টে রুম নেন আনোয়ার হোসেন। দুইদিন ধরে সে রিসোর্টের রুমে অবস্থান করছিলেন।

বুধবার সকালে রিসোর্টের ওয়েটার নাস্তা দিতে রুমে গেলে রুমের দরজা বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও দরজা না খোলায় পরে দরজার ফাঁক দিয়ে দেখতে পান আনোয়ার হোসেন রুমের দরজার উপরের রেলিংয়ে ঝুলে আছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘ঝুলন্ত অবস্থায় এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে দেখে আত্মহত্যা মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।’

এএইচ