নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ১৭ টন অবৈধ পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ
র‌্যাবের অভিযান
অপরাধ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র‌্যাব-১১, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ও তিন প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) দিনব্যাপী ফতুল্লার ভুইগড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সোহাগ পলিথিন কারখানাকে ১ লাখ টাকা জরিমানা, ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা এবং ৭২৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। আল মদিনা নামে আরেক কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ১৫ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। আব্বাসিয়া পলিমার নামে আরেক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি। পাশাপাশি জনগণকে সচেতন করার কার্যক্রমও চলছে।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত তিন কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সেজু