ঘুমধুম সীমান্তে খাল থেকে গুলি ও ম্যাগজিনসহ এসএলআর উদ্ধার

বান্দরবান
উদ্ধারকৃত এসএলআর গুলি ও ম্যাগজিন
এখন জনপদে
0

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে শূণ্যরেখার খালের পানি থেকে গুলি ও ম্যাগজিনসহ একটি এসএলআর উদ্ধার করেছে বিজিবি। আজ (রোববার, ১৭ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের খাল থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন, ‘ঘুমধুমের ৩১ নম্বর সীমান্ত পিলার থেকে ১০০ গজ পূর্বে শূণ্যরেখার খালে স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে জেলেরা খালের পানির নিচে লাঠির মত শক্ত কিছু একটা হাতড়ে পান।

পরে সন্দেহজনক ওই জিনিসগুলো তুলে এনে দেখেন ম্যাগজিনসহ একটি বিদেশি অস্ত্র। এরপর জেলেরা বিষয়টি বিজিবির স্থানীয় চৌকিতে খবর দেন। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ঘটনাস্থলে জেলেদের তুলে আনা একটি এসএলআর, ১৩টি গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।

বিজিবি কর্মকর্তা খায়রুল আলম জানান, অস্ত্রটি খালের পানিতে কারা, কিভাবে ফেলে গেলো তা জানতে বিজিবি খোঁজ খবর নিচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তে সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠী অস্ত্রটি খালের পানিতে ফেলে রাখতে পারে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!