বরিশালে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ; সরবরাহ সংকটে ভোগান্তিতে নগরবাসী

গ্যাস সিলিন্ডার
এখন জনপদে
0

সারা দেশের মতো বরিশালেও সিলিন্ডারজাত গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) সকাল থেকেই নগরীর বিভিন্ন গ্যাসের দোকানে সিলিন্ডার বিক্রি বন্ধ দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও সেগুলোর অধিকাংশই খালি। চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম থাকায় বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। কোথাও দু’একটি সিলিন্ডার পাওয়া গেলেও তা চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও ব্যবসায়ীদের সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ টাকায়—এমনটাই দাবি তাদের।

আরও পড়ুন:

এদিকে, নগরীর বাসাবাড়িতে বিকল্প জ্বালানি ব্যবহারের সুযোগ সীমিত থাকায় গ্যাস সংকটে পড়েছেন সাধারণ মানুষ। মাসের শুরুতেই সিলিন্ডার গ্যাস না পেয়ে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

দ্রুত এই সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় সিলিন্ডার গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

এএম