ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়ার মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।
সভায় ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ২০২৪-২০২৫ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা আনুপাতিক লক্ষ্যমাত্রা অর্জন ও অবশিষ্ট সময়ে ১০০ শতাংশ অর্জনে গুরুত্বারোপ করেন। আসন্ন রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ ও আমানত সংগ্রহে বিশেষ মনোযোগ দেয়ার আহ্বান জানান।
এ প্রসঙ্গে রেমিট্যান্স সংগ্রহে প্রধান কার্যালয় কর্তৃক ঘোষিত ৪৬ দিনব্যাপী রেমিট্যান্স উৎসব ও পুরস্কার প্রদান বিষয়টি বিশেষভাবে প্রচার ও কার্যকর করার নির্দেশনা প্রদান করেন।
তিনি একইসাথে ঋণ বিতরণ, ঋণ আদায় বিশেষ করে ৫২-স্থগিত সুদবাহী শ্রেণিকৃত, শ্রেনীযোগা ও পুনঃতফশিলকৃত ঋণসমূহ আদায়ের উপর গুরত্বারোপ করেন।
উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন তার বক্তব্যে কৃষি, সিএমএসএমই ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে গুণগতমান সম্পন্ন ঋণ বিতরণের আহ্বান জানান।