ভর্তিচ্ছুদের জন্য পবিপ্রবি প্রশাসনের বিশেষ বাস সার্ভিস

পটুয়াখালী
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

আজ (শনিবার, ১২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে কৃষি গুচ্ছের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নির্দেশনায় এ সার্ভিসের আয়োজন করা হয়েছে। গতকল শুক্রবার (১১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১২ এপ্রিল) পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ৩টি বাস নির্ধারিত হয়েছে। পরীক্ষার আগে সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটি স্কয়ার (লেবুখালি) থেকে এসব বাস ছাড়বে।

এছাড়াও পরীক্ষায় হল সচিব/পরিদর্শকের দায়িত্ব পালন করতে যারা বরিশাল থেকে আসবেন তাদের (শিক্ষক) জন্য এসি মিনিবাস এবং ১টি মাইক্রোবাস বেলা ১১টায় সিটি কর্পোরেশনের সামনে থেকে ছেড়ে অপসোনিন মোড়, বটতলা, বাংলাবাজার, আমতলা হয়ে ক্যাম্পাসে আসবে।

কর্মকর্তাদের জন্য ২টি মাইক্রোবাস বরিশাল সিটি কর্পোরেশনের সামনে থেকে ১১টায় ছেড়ে অপসোনিন মোড়, বটতলা, চৌমাথা, আমতলা হয়ে রুপাতলী দিয়ে ক্যাম্পাসে আসবে।

পটুয়াখালী থেকে যেসব কেন্দ্র সচিব ও হল পরিদর্শকরা আসবেন তাদের জন্য শিশু পার্ক থেকে দুপুর সাড়ে ১২ টায় মাইক্রোবাস ছেড়ে চৌমাথা হয়ে ক্যাম্পাসে আসবে।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় এলাকার যানবাহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য এটি বড় একটি সমস্যা। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যেন প্রতিটি শিক্ষার্থী নিরাপদ ও স্বস্তিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে।’

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!