তিনি জানান, গত ২১ জুন কুমিল্লার মহনগঞ্জের একটি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় একটি মামলা করে।
এরপর থেকে অপহরণ চক্রের সদস্যরা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে তারা। এরপর গতকাল রাতে জামালপুর ছনটিয়া এলাকা থেকে শিশুকে উদ্ধার করার পাশাপাশি সোহেল ও ইমরান নামের দুইজনকে আটক করা হয়।