সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জ
সীমান্ত থেকে আটক করা ভারতীয় গরু
এখন জনপদে
অপরাধ
0

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। আজ (বুধবার, ৫ নভেম্বর) সকালে ১৪টি ভারতীয় গরুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি'র তথ্য মতে, জেলার দোয়ারা বাজার উপজেলার বাঁশতলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ গরু আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।

পরে বাঁশতলা সীমান্তের মৌলারপাড়া এলাকায় বিজিবি'র উপস্থিতি পেয়ে ১৪টি ভারতীয় গরু রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ১৪টি গরু আটক করে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকায় বিজিবি'র আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’

এএইচ