ওটিটিতে যেসব সিনেমা, ওয়েব সিরিজ চলছে

ওটিটি
সংস্কৃতি ও বিনোদন
0

প্রেক্ষাগৃহে চলছে দেশি-বিদেশি সিনেমার লড়াই। বরাবরের মতো পিছিয়ে নেই ওটিটি মাধ্যমগুলোও। গত সপ্তাহে ওটিটিতে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা এবং ‌ওয়েব সিরিজ। দেশ-বিদেশে কেমন সাড়া ফেলেছে ওটিটির কন্টেন্টগুলো?

১. মিয়া কুলপা

|undefined

২২ ফেব্রুয়ারি ওটিটি মাধ্যম নেটফ্লিক্সে মুক্তি পেল সিনেমা 'মিয়া কুলপা'। মিয়া একজন আইনজীবি। যিনি একটি খুনের মামলা নিয়ে লড়ছেন। এই মামলাকে ঘিরেই রয়েছে নানা টুইস্ট। সিনেমাটি পরিচালনা করেছেন টাইলার পেরি। বিভিন্ন চরিত্রে আছেন কেলি রোল্যান্ড, ট্রেভান্তে রোডস, রনরিয়াকো লি, শ্যানন থর্নটন, এবং অ্যাঞ্জেলা রবিনসন। চলতি সপ্তাহে নেটফ্লিক্স মুভিজ টপচার্টের প্রথম স্থানে আছে 'মিয়া কুলপা'। চলতি সপ্তাহে প্রায় ১০০ দেশে শীর্ষ দশের মধ্যে আছে জনপ্রিয়তার দিক দিয়ে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে ৬ষ্ঠ স্থানে আছে 'মিয়া কুলপা'।

২. অ্যাভাটার: দ্য লাস্ট এয়ার বেন্ডার

|undefined

ঐশ্বরিক ক্ষমতা নিয়ে পৃথিবীকে রক্ষার মিশনে নেমেছেন এক বালক। সে কী পারবে পৃথিবীকে রক্ষা করতে? এমনই গল্প নিয়ে ওটিটি মাধ্যম নেটফ্লিক্সে মুক্তি পেল ওয়েব সিরিজ 'অ্যাভাটার: দ্য লাস্ট এয়ার বেন্ডার'। একই নামে আমেরিকান একটি উপন্যাস আছে। ৮ পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন মাইকেল গোই, রোজেন লিয়াং, জাব্বার রাইসানি এবং জেট উইলকিনসন। সিরিজটি প্রায় ৩০টি ভাষায় অনুবাদ করা হয়েছে। বাংলাদেশসহ চলতি সপ্তাহে জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ টপচার্টের প্রথম স্থানে আছে 'অ্যাভাটার: দ্য লাস্ট এয়ার বেন্ডার'। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ কোটি ঘণ্টারও বেশি সময় দেখা হয়েছে সিরিজটি।

৩. মাস্টার অব দ্য এয়ার

|undefined

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ওয়েব সিরিজ 'মাস্টার অব দ্য এয়ার'। ওটিটি মাধ্যম অ্যাপলে মুক্তি পায় সিরিজটি। সাত পর্বের এই সিরিজটির বাজেট ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। সিরিজটি মুক্তি পায় ২৬ জানুয়ারি। এতে বিভিন্ন চরিত্রে আছেন অ্যান্টনি বয়েল, নেট মান, র‌্যাফ ল, অস্টিন বাটলার, ক্যালাম টার্নার এবং ব্যারি কেওগান। চলতি সপ্তাহে অ্যাপল সিরিজ টপচার্টের প্রথম স্থানে আছে মাস্টার অব দ্য এয়ার। আইএমডিবি রেটিংয়ে ১০ এ ৮ তুলেছে 'মাস্টার অব দ্য এয়ার'।   

৪. পোচার

|undefined

২৩ ফেব্রয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় মালায়লাম সিনেমা 'পোচার'। ভারতের সবচেয়ে বৃহৎ হাতি প্রজাতিকে রক্ষার মিশন নিয়ে সিরিজের গল্প। আট পর্বের এই সিরিজের পরিচালক রিচি মেহতা। সিরিজের গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আছেন নিমিশা সজায়ন, রোশন ম্যাথিউ, দিব্যেন্দু ভট্টাচার্য এবং অঙ্কিত মাধব। আইএমডিবি রেটিংয়ে ১০ এ ৭.৬ তুলেছে 'পোচার'। মালায়লাম ছাড়াও ৫টি ভাষায় মুক্তি পায় সিরিজটি।

৫. কোড-৮:পার্ট টু

|undefined

২৮ ফেব্রয়ারি ওটিটি মাধ্যম নেটফ্লিক্সে মুক্তি পায় অ্যাকশন, ক্রাইম সিনেমা 'কোড-৮ : পার্ট টু'। সিরিজটি পরিচালনা করেছেন জেফ চ্যান। ২০১৯ সালে মুক্তি পাওয়া কোড-৮ এর সিক্যুয়েল এটি। এতে বিভিন্ন চরিত্রে আছেন রবি আমেল, স্টিফেন আমেল, অ্যারন আব্রামস, জিন ইউন এবং সিরেনা গুলামগাউস।

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!