আজ (রোববার, ১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের তিনটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় তিনি জানান, অথরাইজড ইকোনমিক অপারেটর-এইও কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে অনেকটাই ইতিবাচক হবে অর্থনীতি।
বিশ্বে অন্যতম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে টেকসই বিনিয়োগের জন্য বড় পরিসরে ভাবতে হবে বলেও মন্তব্য করেন বিডা চেয়ারম্যান।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান জানান, অনলাইন রিটার্ন সাবমিটের সমস্যা সমাধানে কাজ করা হবে। এতে আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে।