‘আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রয়োজন, একইসাথে সংস্কারও করতে হবে’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
দেশে এখন
অর্থনীতি
0

আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রয়োজন, একইসাথে সংস্কারও করতে হবে। এক্ষেত্রে ডিসেম্বর মধ্যে শেষ হবে এমন কিছু সংস্কার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (বুধবার, ২ জুলাই) রাজধানীর পুরান পল্টনে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড, ২০২৫' পুরস্কার বিতরণ অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ব্যাংকিং সেক্টরে সংস্কার প্রয়োজন রয়েছে। দুর্বল ব্যাংকগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। গ্রাহকদের ডিপোজিটের টাকা ব্যাংকগুলোকে ফেরত দিতে হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘এসএমই প্রকল্পে মহিলাদের অংশগ্রহণ কমেছে। বর্তমানে এসএমইএর অর্থায়ন একটা বড় সমস্যা। ব্যাংকগুলো ঋণ দিতে চায় না। এ বিষয়ে আমরা চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে।’

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল থেকে মোট ২০ জন রিপোর্টারকে পুরস্কার দিচ্ছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

এএইচ