বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাবের তথ্যানুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিগত ২০২৪-২০২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় করেছে, যার পরিমাণ ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি।
একইসঙ্গে ২০২৪-২০২৫ অর্থবছরে বিমান ১ হাজার ৬০২ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে এবং ২০২৪-২০২৫ অর্থবছরে বিমানের নিট মুনাফা ৭৮৫ দশমিক ২১ কোটি, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো প্রতিষ্ঠানটি নিজেদের মুনাফার ধারা অব্যাহত রেখেছে। সবশেষ ১০ অর্থবছরের ৯ বারই নিট মুনাফা অর্জন করেছে সক্ষম হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন:
বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে অর্থ, বেসামরিক বিমান পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধি ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় আরো জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২৫ অর্থবছরে ২১ টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০ টি গন্তব্যে মোট ৩৩ লাখ ৮৩ হাজার যাত্রীকে পরিবহন সেবা প্রদান করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১ শতাংশ বেশি। এছাড়াও ৪৩ হাজার ৯১৮ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে, যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় ৪৫ দশমিক ২১ শতাংশ বেশি। বিগত অর্থবছরে বিমান বিদেশি এয়ারলাইন্সের ৩১ হাজার ১১২ টি ফ্লাইটের একষট্টি লাখ তিন হাজার একশ সাতচল্লিশজন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বিগত ৫৪ বছরে বিমান সরকার থেকে কোনো প্রকার ভর্তুকি গ্রহণ করেনি। ২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়েছে।





