তিতাস-কামতার উন্নয়ন কূপ খননের পরিবেশগত জনমত যাচাই করবে বিজিএফসিএল

ব্রাহ্মণবাড়িয়া
পরিষেবা
অর্থনীতি
0

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও গাজীপুরের কামতা গ্যাস ফিল্ডের চারটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খননের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। ওই গ্যাস ফিল্ড দুটি বিজিএফসিএল দ্বারা পরিচালিত হয়।

প্রকল্পটির পরিবেশগত বিষয়াদি নিয়ে জনমত যাচাইয়ের লক্ষ্যে জনমত সভা করবে বিজিএফসিএল। আগামী ২৪ জুন সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিরাসারের বিজিএফসিএলের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ (বুধবার, ১২ জুন) সকালে বিজিএফসিএলের জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, জনমত যাচাই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সভায় মতামত দিতে ইচ্ছুক যে কেউ অংশ নিতে পারবেন।

এছাড়া আগামী ২৩ জুলাই পর্যন্ত বিজিএফসিএলের প্রধান দরজায় রাখা মতামত বাক্সে লিখিতভাবে এবং এই (dgmes@bgfcl.org.bd) ইমেইল ঠিকানায়ও প্রকল্পের পরিবেশগত বিষয়ে মতামত দেয়া যাবে।

আসু