‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’

পরিষেবা , চুক্তি
অর্থনীতি
0

রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে। রাশিয়া বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে। আজ (রোববার, ১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে একথা বলেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে উঠে আসে দ ‘ দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থ, বাণিজ্য, শ্রমশক্তি রপ্তানি ও বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়টি।

রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রাশিয়ার চলমান সহযোগিতা অব্যাহত থাকবে।’

এরই সঙ্গে শিপ বিল্ডিং, হসপিটালিটি ও কৃষিখাতে আরো লোক নেবার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। এছাড়া তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের রাশিয়ার উচ্চশিক্ষার বিষয়েও ইতিবাচক।

এএম