সে জটিলতা কাটিয়ে এবার ১৬শ' মেগাওয়াটের ভারতীয় বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে নিশ্চিত করেছে আদানি পাওয়ার।
যদিও বাংলাদেশের পক্ষ থেকে কর সুবিধাও ছাড়ের যে অনুরোধ করা হয়েছিল তা প্রত্যাখান করেছে কোম্পানিটি।
ভারতীয় বিলিওনিয়ার গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানটি গেল ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে।
কারণ হিসেবে বলা হয় বৈদেশিক মুদ্রার সংকট থাকায় বকেয়া পরিশোধে দেরি করছিল বাংলাদেশ।
রয়টার্স আরো জানায়, গ্রীষ্মকালীন চাহিদা শুরুর আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে চুক্তির পুরোটা সরবরাহ করবে আদানি।