বুয়েটের দাবির প্রতিবাদে নাটোরে ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও সড়ক অবরোধ

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট
শিক্ষা
0

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুয়েটের ৩ দফা দাবির প্রতিবাদ এবং নিজেদের ৭ দফা দাবির বাস্তবায়নের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করেছেন।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) বেলা ১২টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা এবং নাটোর-রাজশাহী মহাসড়ক বন্ধ করে দেন। পরে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে নেয়।

আরও পড়ুন:

মূল ফটকে সমাবেশে শিক্ষার্থীরা জানান, বুয়েট শিক্ষার্থীদের অন্যায় দাবি মেনে নেবে না ডিপ্লোমা শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, ৭ দফা দাবি অবিলম্বে না মানা হলে বৃহত্তর আন্দোলন করা হবে।

এফএস