সকাল থেকে এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করছেন। তাদের মধ্যে একজন নারী বিষয়ক সম্পাদক পদ, একজন বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক ও আরেকজন কার্যনির্বাহী সদস্য পদ প্রত্যাহার করেছে। শুধু একটি পদে নির্বাচন করার জন্য তারা মনোনয়ন ফরম প্রত্যাহার করছেন বলেও জানিয়েছেন।
একদিকে রাকসু নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
আরও পড়ুন:
তফসিল পুনর্বিন্যাস অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামীকাল (রোববার, ১৪ সেপ্টেম্বর)। এরপরই প্রার্থীদের ব্যালট নম্বর দেয়ার পাশাপাশি চলবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাতজন প্রার্থীর মধ্যে আপিলে পাঁচজন বৈধতা পেয়েছেন। দুইজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানানের মতো ছোট-খাটো ত্রুটি সংশোধন করা হয়েছে।
গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সাতজন ও হল সংসদে অন্তত পাঁচজনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর আগে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দেয় ৯২৫ জন প্রার্থী। রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন।