ইবির বাস ভাঙচুরের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে দুইজনকে এক বছর ও তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— এক বছরের জন্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার নাজিম এবং মার্কেটিং বিভাগের মোস্তাফিজুর রহমান সায়েম।

ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলেন-মার্কেটিং বিভাগের আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ হোসেন ও তাকবির হাসান হৃদয়।

আরও পড়ুন:

গেল ২২ জানুয়ারি রাতে এসবি পরিবহনের এক সুপারভাইজারের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার জেরে ক্যাম্পাস ফটকে একটি বাস আটক করে শিক্ষার্থীরা।

এসময় কয়েকজন ভাঙচুর চালালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাঁধা দেন। পরে সংঘর্ষ হয় উভয়পক্ষের মধ্যে। এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

সেজু