নাসির হোসেন চৌধুরী জানান, নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিকেল সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু হবে।
আরো পড়ুন:
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পদ্মা নদীতে প্রবল বাতাস ও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের কারণে পদ্মা সৃষ্টি হয় উত্তাল ঢেউ। এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।