আগের দু’টি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলে প্রস্তুত করা হয়েছে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড। এদিকে কোভিডের প্রভাব পড়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
করোনা পরীক্ষা করাতে হাসপাতালে আসছেন রোগীরা। করোনা রোগীদের জন্য চালু করা হয়েছে আলাদা ওয়ার্ড। এখন পর্যন্ত ২৬ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।