কাতারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘এখন টিভির’ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাতারে এখন টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রবাস
3

কাতারে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন ‘এখন টিভির’ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কাতার প্রবাসী বাংলাদেশিরা। গতকাল (বৃহস্পতিবার, ১২ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টায় রাজধানীর দোহা নাজমা আল সানম বৈশাখী রেস্টুরেন্টে ‘এখন টিভির’ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম মাওলা আকাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে এখন টিভিকে শুভেচ্ছা জানিয়েছে বক্তব্য রাখেন হাজী বাসার সরকার, মোহাম্মদ সালাউদ্দিন, আবদুল জলিল, ইঞ্জিনিয়ার রেজাউন রাজিব, রেজাউল করিম, ফরিদ ভূঁইয়া, গোলাম মোরশেদ, শামস শাহিন, কাজী মোহাম্মদ শামীম, এম এ সালাম, সজল মালাকার, রিয়াজ হোসেন সাদ্দাম, মেহেদী হাসান পলাশ, দিদারুল ইসলাম, আমিন বেপারী, মহিউদ্দিন চৌধুরী, মোশারফ হোসেন জনিসহ আরো অনেকে।

অনুষ্ঠানে কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যাবসায়িক, গণমাধ্যমসহ ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, ‘এখন টিভি মাত্র তিন বছরের মধ্যেই দেশের পাশাপাশি প্রবাসে প্রবাসী বাংলাদেশিদের মুখপাত্র হয়ে উঠেছে। বিশেষ করে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখের খবরাখবর গুরুত্বপূর্ণভাবে প্রচারের মাধ্যমে জনপ্রিয় চ্যানেল হিসেবে কাতার প্রবাসীদের অন্তরে জায়গায় করে নিয়েছে।’

এসএস