সুরের মূর্ছনায় পর্দা ওঠে বাংলাদেশ-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির। জমকালো সাংস্কৃতিক আয়োজন, সঙ্গীতে প্রাচীন ঐতিহ্যের সুরেলা মিশ্রণ আর শৈল্পিক সৃজনশীলতার প্রতিফলন ঘটে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে। একে দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা ও সাংস্কৃতিক মিলনের এক মাইলফলক বলে মন্তব্য করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
ওমানের বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত খোন্দকার মিসবাহ-উল-আজিম বলেন,‘বাংলাদেশ-ওমানের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এ আয়োজন। জয়েন্ট আর্ম ফোর্সেস মিলেটারি ব্যান্ড অ্যান্ড অর্কেস্ট্রা শো। এটি বাংলাদেশ ও ওমানে ভ্রাতৃত্বের নিদর্শন সরূপ।’
মাস্কাটে অবস্থিত বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি, ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন এই সমাবেশে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ওমানের অ্যাকাডেমি অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স স্টাডিজের প্রধান দু’দেশের সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরেন।
আরও পড়ুন:
ওমান প্রধান স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স স্টাডিজ হামিদ বিন আহমেদ সাকরুন বলেন, ‘ওমানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় অর্ধশত বছর পার করেছে। এই সম্পর্ককে আরো গতিশীল করতে এমন আয়োজনের বিকল্প নেই। দু'দেশের মাঝে সংস্কৃতির আদান-প্রদান, নিরাপত্তা জোরদার ও বৈশ্বিক নানা কর্মকাণ্ডে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
আয়োজন ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর ৩৫ সদস্য বিশিষ্ট একটি দল ৪ দিনের সফরে ওমানে রয়েছেন। তারা দেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন বিভিন্ন দেশের কূটনৈতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথ সঙ্গীত পরিবেশন করেন।





