এক ঘণ্টায় জাকারবার্গের লোকসান ১০ কোটি ডলার

অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে মেটার ২০ কর্মী ছাঁটাই
তথ্য-প্রযুক্তি
0

হঠাৎ এক ঘণ্টা বন্ধ থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইন্সটাগ্রাম চালু হয়েছে। এদিকে এসব মাধ্যম বন্ধ থাকায় এক ঘণ্টায় কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা প্রকাশ পেয়েছে।

ড্যান ইভস নামে নিউইয়র্কের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বিশ্বব্যাপী মেটার প্রতিষ্ঠান ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম অচল হওয়ায় মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার রাজস্ব হারিয়েছেন। আর এসময় মেটার শেয়ার দর ১.৫ শতাংশ কমে গেছে।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার পর হঠাৎ ফেসবুক ব্যবহারকারীদের আইডি হঠাৎ লগ আউট হয়ে যায়।

পরে বাংলাদেশ সময় সাড়ে ১০টার পর থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সচল হতে শুরু করে।