বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এখন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। অ্যাপলের পর সবশেষ মাইক্রোসফটকে টেক্কা দিয়েছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বর্তমানে এনভিডিয়ার বাজারমূল্য সাড়ে ৩ লাখ কোটি ডলারের কাছাকাছি। শুধু মঙ্গলবারই ( ১৮ জুন) এই প্রতিষ্ঠানের শেয়ারের দর সাড়ে ৩ শতাংশ বেড়ে শেয়ার প্রতি বিক্রি হয়েছে ১৩৫ ডলারের ওপরে।

ক্যালিফোর্নিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান এর আগে টেক জায়ান্ট অ্যাপলকে টেক্কা দিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান প্রতিষ্ঠানের জায়গা দখল করেছিল এনভিডিয়া।

বাজারমূল্যের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা মাইক্রোসফট আর অ্যাপলের শেয়ারের দর এই খবরে কমে গেছে কিছুটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপের বাজারের ৮০ শতাংশ এনভিডিয়ার নিয়ন্ত্রণে।

১৯৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দর ৫ লাখ ৯১ হাজার শতাংশ বেড়েছে।

সেজু