২০১৭ তে স্ট্রিমিং প্লাটফর্মে রূপান্তরের আগে ২০০০ সালের দিকে বুমেরাং প্রথম ডিজিটাল ক্যাবল চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বুমেরাংয়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে ব্যবহারকারীদের দুই মাসের কুইকলি বিঙ্গের সাবস্ক্রিপশন দেয়া হবে। এর মাধ্যমে লুনি টিউনস, টম অ্যান্ড জেরি এবং স্কুবি-ডু কার্টুন দেখা যাবে।
কিছু কনটেন্ট ম্যাক্সে সীমিত থাকবে। অন্যদিকে ক্যাবলের মাধ্যমে চ্যানেলের কার্যক্রম চালু থাকবে বলেও জানা গেছে। ব্যবহারকারীদের কাছে পাঠানো ইমেইলে জানানো হয়, বুমেরাংয়ের সাবস্ক্রাইবাররা ম্যাক্সের বিজ্ঞাপনমুক্ত ফ্রি মোড ব্যবহার করতে পারবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাবস্ক্রিপশন পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না।
বুমেরাংয়ের মতো পরিষেবা ম্যাক্সেও রয়েছে। এখানে লুনি টিউনের শর্টস, স্কুবি-ডু, টম অ্যান্ড জেরি থেকে শুরু করে ফ্লিনস্টোনের মতো কার্টুনের কিছু পর্ব দেখা যাবে। কো শো বা চলচিত্রগুলো ম্যাক্সে স্থানান্তর করা হবে সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।