নিজস্ব চিপ তৈরিতে কাজ করছে আর্ম

প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

মেটার সহযোগিতায় চলতি বছর নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রসেসর বাজারজাতের লক্ষ্যে কাজ করছে চিপ ডিজাইনার কোম্পানি আর্ম। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এনগ্যাজেট প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, ডাটা সেন্টারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ্) হিসেবে ব্যবহারের পাশাপাশি চাইলে গ্রাহকের জন্য আলাদাভাবে চিপটি কাস্টমাইজ করা যাবে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যাপক হারে চিপ তৈরির জন্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) মতো থার্ডপার্টির সঙ্গে আর্ম কাজ করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্যানুযায়ী, চলতি গ্রীষ্মেই চিপটি বাজারে প্রবেশ করতে পারে।

অন্যদিকে গত মাসে আর্মের মালিকানা প্রতিষ্ঠান সফটব্যাংক ওপেনএআইয়ের সঙ্গে যৌথভাবে পরিচালিত স্টারগেট প্রকল্পের ঘোষণা দেয়। এ প্রকল্পের আওতায় ৫০ হাজার কোটি ডলার ব্যয়ে এআই অবকাঠামো নির্মাণ করা হবে।

আর্মের নতুন চিপ এ প্রকল্পেগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বর্তমান সময়ে বিশ্বের সব স্মার্টফোনে শক্তি সরবরাহ করে থাকে আর্মের ডিজাইন। মূলত ইন্টেল ও এএমডির তুলনায় এ চিপের কম্পিউটিং সক্ষমতা বেশি। যে কারণে এআই অ্যাপ্লিকেশনসিহ বিভিন্ন খাতে এর চাহিদা বেড়েছে।

এএইচ