দেশের বাজারে ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন সিরিজ, প্যাড ও আইওটি ডিভাইস

ওয়ানপ্লাসের ডিভাইস উন্মোচন অনুষ্ঠান
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন সিরিজ নর্ড ফাইভ, ওয়ানপ্লাস প্যাড থ্রি, ওয়ানপ্লাস ওয়াচ থ্রি, ওয়ানপ্লাস বাডস ফোর নিয়ে এসেছে। নতুন নর্ড ফাইভ সিরিজে থাকছে দুইটি স্মার্টফোন: ওয়ানপ্লাস নর্ড ফাইভ ও ওয়ানপ্লাস নর্ড সিই ফাইভ।

নর্ড ফাইভ মডেলে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি চিপসেট অন্যদিকে নর্ড সিই ফাইভ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি এইট থ্রি ফাইভ জিরো অ্যাপেক্স চিপসেট।

মার্বেল স্যান্ড ও ফ্যান্টম গ্রে কালারে নর্ড ফাইভ টুয়েলভ জিবি র‌্যাম ও ফাইভ হানড্রেড টুয়েলভ জিবি রম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৫৩ হাজার ৯৯৯ টাকায় এবং মার্বেল মিস্ট ও ব্ল্যাক ইনফিনিটি কালারে নর্ড সিই ফাইভ এইট জিবি র‌্যাম ও টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৩৫ হাজার ৯৯৯ টাকায়।

ওয়ানপ্লাস প্যাড থ্রিতে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এলিট চিপসেট, থার্টিন পয়েন্ট টু ইঞ্চির ওয়ান ফিফটি ফাইভি হার্জ রিফ্রেশ রেটের থ্রি পয়েন্ট ফোর কে ডিসপ্লে, স্টাইলো পেন ও ট্রাইফোল্ড ফোলিও কাভার।

ওয়ানপ্লাস প্যাড থ্রি পাওয়া যাচ্ছে টুয়েলভ জিবি র‌্যাম ও টু ফিফটি সিক্স জিবি রম ভ্যারিয়েন্টে ৭৩ হাজার ৪৯৯ টাকায়, ফ্রস্টেড সিলভার ও নিম্বাস গ্রে কালারে এবং স্ট্রম ব্লু কালারে সিক্সটিন জিবি র‌্যাম ও ফাইভ হানড্রেড টুয়েলভ জিবি রম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৭৮ হাজার ৯৯৯ টাকায়।

ওয়ানপ্লাস ওয়াচ থ্রিতে ব্যবহার করা হয়েছে ওয়্যার ওএস ফাইভ অপারেটিং সিস্টেম যা পাওয়ার সেভার মোডে ১৬ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। ওয়ানপ্লাস বাডস ফোর দেযবে সর্বোচ্চ ৪৫ ঘণ্টার ব্যাটারি লাইফ ও রিয়েল টাইম এআই ট্রান্সলেশন সুবিধা।

এএইচ