পশ্চিমবঙ্গের মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি, দুর্গাপূজা ঘিরে কড়া নিরাপত্তা

কলকাতা
বিদেশে এখন
0

দেবীপক্ষের সুচনার পর পশ্চিমবঙ্গের কলকাতাসহ পাশ্ববর্তী হাওড়া ও অন্যান্য জেলায় দুর্গা উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে। সাজ সাজ রবে চলছে নানা আয়োজন। পূজা ঘিরে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হাওড়ার দুর্গাপূজার অন্যতম আয়োজক সদানন্দ স্মৃতি সংঘ। ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে এবার তারা নব্বইয়ের দশকের হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে সাজিয়েছে পূজা মণ্ডপ। যেখানে শোভা পাচ্ছে বায়োস্কোপ, লাঠিম, কুমিরডাঙা, ডাংগুলি ও ঘুড়ি ওড়ানোর মত খেলাধুলা।

এছাড়াও, মণ্ডপে ফুটে উঠেছে চাচা চৌধুরীসহ বিভিন্ন কমিক্সের চরিত্র। প্রযুক্তির যুগে ক্রমেই হারিয়ে যাচ্ছে বিভিন্ন খেলাধুলা। শৈশবের সেসব স্মৃতিকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

আয়োজকদের একজন বলেন, 'পুরোনো যেসব খেলা হারিয়ে গিয়েছে আমাদের মাঝ থেকে এইসব শৈশবের সেসব স্মৃতিকে ফিরিয়ে আনতে একটা থিম সাজানো হয়েছে যেন এই জেনারেশনের বাচ্চারা জানতে পারে।' 

দুর্গাপূজা ঘিরে পশ্চিমবঙ্গে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সিসিটিভি ক্যামেরা।

ঢাকের শব্দে মুখরিত কলকাতা, হাওড়াসহ পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা।

সেজু