ইমাম ইসমাঈল ইবনে জাফরের ৪৯তম বংশধর ছিলেন তিনি। শিয়া মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হিসেবে পরিচিত ইসমাঈলি। যারা নিজেদের মহানবীর সরাসরি বংশধর হিসেবে দাবি করেন।
বিশ্বজুড়ে ইমাম জাফরের অনুসারীর সংখ্যা দেড় কোটি। ধারণা করা হয়, আগা খানের সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ৩শ কোটি ডলার। যার বেশিরভাগই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তিনি।
পর্যটন, আবাসন ও রেসের ঘোড়ার ব্রিডিংয়ের ব্যবসার মাধ্যমেও পরিচিতি কুড়ান আগা খান। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দাতব্য কাজের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে আগা খান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
বর্তমানে সংস্থাটিতে কর্মরত ৮০ হাজারের বেশি মানুষ। আগা খানের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজা ও জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতারা