শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

কাবা শরীফ
বিদেশে এখন
0

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে রোববার মাগরিবের আগেই মিনা ত্যাগ করবেন হাজিরা। এরপর শেষবারের মতো কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে হজ।

এর আগে দুই দিনে শয়তানকে লক্ষ্য করে হাজিরা আরো ৪২টি পাথর মারবেন। পাথর নিক্ষেপ শেষে তারা মিনা শহর ত্যাগ করবেন। এরমধ্য দিয়ে শেষ হবে হজের সব ধরনের আনুষ্ঠানিকতা।

এরপর শেষবারের মতো কাবা শরীফ তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরে যাবেন মুসল্লিরা। সৌদি আরব থেকে বাংলাদেশের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১০ জুন। এ বছর হজে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের ১৬ লাখের মানুষ।

এএইচ