আর জি কর কাণ্ড: নিহত চিকিৎসকের জন্মদিনে ন্যায় বিচারের দাবি

এশিয়া
বিদেশে এখন
0

কলকাতার আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও, সিবিআই এর তদন্তে কমতি রয়েছে বলে অভিযোগ নিহত ইন্টার্ন চিকিৎসকের পরিবারের। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) সেই চাঞ্চল্যকর ঘটনার ৬ মাস এবং নিহত জুনিয়র চিকিৎসকের ৩২তম জন্মদিনে আবারও ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে উত্তেজনা। এমন পরিস্থিতির মধ্যেই আন্দোলনে ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগে ৭ জুনিয়র চিকিৎসককে তলব করেছ পুলিশ।

কলকাতার আর জি কর কাণ্ডের ৬ মাস। ঘটনাচক্রে নিহত ইন্টার্ন চিকিৎসকের ৩২তম জন্মদিনও আজ। দিনটি ঘিরে আবারও পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে উত্তেজনা।

চাঞ্চল্যকর এই হত্যায় অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও, অন্যান্য অভিযুক্তের বিচার এখনও বাকি। তাই ন্যায় বিচারের দাবিতে এখনও সোচ্চার নিহত ইন্টার্ন চিকিৎসকের সহকর্মীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে নানা কর্মসূচি।

জন্মদিনে নিহত চিকিৎসকের স্মরণে পথে বসেছে অভয়া ক্লিনিক। বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া বিচার চাওয়ার মিছিলে যোগ দিতে রাস্তায় বেরিয়ে এসেছেন সন্তানহারা মা-বাবাও। জন্মদিন পালনের বিশেষ আয়োজন আর জি করেও। আর জি কাণ্ড ঘিরে হওয়া সিবিআই তদন্তে কমতি রয়ে গেছে বলে অভিযোগও করছেন আন্দোলনকারীরা।

এমন উত্তেজনার মধ্যেই আরজি কর কাণ্ড ঘিরে দিনের পর দিন আন্দোলন করে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টে ৫০০০ হাজার রুপি দিয়ে রশিদ না পাওয়ার অভিযোগ তুলেছেন রাজু ঘোষ নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ অনেক জুনিয়র চিকিৎসক নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টেও ফান্ডের টাকা নিয়েছেন। এসব টাকা কোথায় ব্যবহার হয়েছে জানতে চেয়ে বিধাননগর থানায় দ্বারস্থ হন তিনি।

রাজু ঘোষের অভিযোগের ভিত্তিতে জুনিয়র চিকিৎসকদের সংগঠনের ৭ সদস্যকে তলবও করেছে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের খরচ চালাতে কারা অর্থ ঢালছে, তা নিয়ে এর আগে অনেকবার প্রশ্ন তুলেছিলেন একাধিকবার তৃণমূল নেতা।

এএম