বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা একমাত্র যাত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহমেদাবাদ বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গেও জরুরি বৈঠক করেছেন তিনি।
দুর্ঘটনার কারণ খুঁজে পেতে দুর্ঘটনাস্থলে এখনও চলছে অনুসন্ধান।
গতকালের (বৃহস্পতিবার, ১২ জুন) এই বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার করা হয়েছে ২৬৫ মরদেহ। দুর্ঘটনায় নিহতদের প্রতিটি পরিবারকে এক কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ।
বোয়িংয়ের সেভেন এইট সেভেন- এইট ড্রিমলাইনারের ভয়াবহ দুর্ঘটনার পর এই বিমানের উড্ডয়ন স্থগিত করে দিতে পারে ভারত।