শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি বিক্রমাসিংহ গ্রেপ্তার

শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি রণিল বিক্রমাসিংহ
এশিয়া
বিদেশে এখন
0

শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি রণিল বিক্রমাসিংহকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল আদা ডেরানা সূত্রে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী কলম্বোর সিআইডি অফিসে পৌঁছানোর পর তাকে হেফাজতে নেয়া হয়। মূলত লন্ডনে তার স্ত্রীর স্নাতক সম্পন্নের অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহকে হেফাজতে নেয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য শ্রীলংকা এক পুলিশ মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু জানান নি। অন্যদিকে বিক্রমাসিংহের অফিস থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, শুক্রবার তার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল।

শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড ছয়বার দায়িত্ব পালনকা করেছেন আইনজীবী বিক্রমাসিংহে। ২০২২ সালে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির দুর্বল আর্থিক সংকটের সময় তাকে রাষ্ট্রপতি করা হয়।

অর্থনৈতিক মন্দার কারণে ব্যাপক বিক্ষোভের ফলে তার পূর্বসূরি গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালাতে এবং পদত্যাগ করতে বাধ্য হন। এরপর ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহ ক্ষমতা গ্রহণ করেন।—রয়টার্স

এএইচ