বিতর্কে দুই নেতাই দেশের নানা সংকটসহ বৈশ্বিক ইস্যুতে একে অন্যকে অভিযুক্ত করেন। ইউক্রেনে সামরিক সহায়তা দেয়ায় বাইডেনের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এসময় বাইডেন অভিযোগ করেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করতে চান ট্রাম্প। যদিও গাজায় ইসরাইলের সেনা অভিযান নিয়ে খুব বেশি আলোচনা হয়নি বিতর্কে। বাইডেন বলেন, তার আমলে যুক্তরাষ্ট্র আরও উন্নত হয়েছে। অন্যদিকে ট্রাম্প বলেন, বাইডেনের সময়ে দেশে মূল্যস্ফীতি আর বাণিজ্য ঘাটতি বেশি। বাইডেন বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন'এর আয়োজনে এই বির্তক চলে ৯০ মিনিট।
মুখোমুখি বাইডেন-ট্রাম্প, বৈশ্বিক ইস্যুতে পরস্পরকে দোষারোপ

উত্তর আমেরিকা
বিদেশে এখন
Print Article
Copy To Clipboard
0
চার বছর পর নির্বাচনের আগে মুখোমুখি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।