যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার নতুন প্রধান তুলসী গ্যাবার্ড

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে মনোনীত হলেন ডেমোক্র্যাটিক দলের সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড। মার্কিন সিনেটে ৫২ ও ৪৮ ভোটের ব্যবধানে তার মনোনয়ন চূড়ান্ত হয়।

তার পক্ষে পড়া ৫২ ভোটের সব কটিই রিপাবলিকান পার্টির সদস্যদের। আর বিরোধিতা করেছেন মাত্র একজন রিপাবলিকান সদস্য। গোয়েন্দা কর্মকাণ্ডে স্বল্প অভিজ্ঞতা থাকা তুলসী গ্যাবার্ডের নিয়োগকে প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়ন হিসেবে দেখা হচ্ছে।

দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থার কাজ দেখভাল করবেন তিনি। পাশাপাশি গোয়েন্দা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শও দেবেন।

৪৩ বছর বয়সী গ্যাবার্ড সিনেটে অনুমোদনের আগে নানা প্রশ্নের সম্মুখীন হন। জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি তৈরি হয় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে হামলার পর। বর্তমানে মার্কিন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা প্রধানের পদ এটি।

এএইচ