দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের ২ দিনের রিমান্ড

আইন ও আদালত
0

বিমানবন্দর থানায় সজীব হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ (রোববার, ১৭ নভেম্বর) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসনকে আদালতে তুলে অধিকতর তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি শেষে তাকে কারাগারে না পাঠিয়ে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিমানবন্দর থানায় দায়েরকৃত সজীব হত্যাচেষ্টা মামলার নির্দেশদাতা আরিফ হাসান। একইসাথে, তিনি আওয়ামী লীগের অর্থ জোগানদাতা বলেও মন্তব্য করেন আইনজীবী।

এর আগে, শনিবার রাতে দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এএইচ