সাতক্ষীরায় চিনি দিয়ে মধু তৈরির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা
এখন জনপদে
আইন ও আদালত
0

সাতক্ষীরার শ্যামনগরে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে এক অসাধু মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুর ৩ টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সরদার বাড়ি এলাকায় মোস্তফা মল্লিকের মৌ খামারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত অভিযান চালিয়ে মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি সময় মোস্তফা মল্লিক হাতেনাতে আটক করে।

পরবর্তীতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেয়া হয়। পরবর্তীতে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে অসাধু মধু ব্যবসায়ী মোস্তফা মল্লিক।

শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করা হচ্ছে। এ কারণেই আমরা মোস্তফা মল্লিকের মধুর খামার থেকে তাকে হাতেনাতে ধরে ফেলি। পরবর্তীতে যদি এ ধরনের কাজ কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ